টাঙ্গাইল-৭ উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে মসজিদে মসজিদে দোয়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ | ৯৩১

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর প্রার্থীতা ফিরে পেতে পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলালের উদ্যোগে বাদ আছর ও বাদ মাগরিব মির্জাপুর শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, থানা মসজিদসহ ১০/১২ টি মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। 

এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলাল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, জুয়েল রানা, মারুফ হোসেন, জিয়ারত খান বিভিন্ন মসজিদে উপস্থিত থেকে এই দোয়ার আয়োজন করেন।  

জানা গেছে এ আসনটির উপনির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি: এর সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ নৌকা প্রতীক পান। সোমবার (২০ডিসেম্বর) প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে শুভর কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়ে। মঙ্গলবার তারা পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তার প্রার্থীতা ফিরে পেতে দোয়ার আয়োজন করা হয়।