টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৪৮১

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে 'বাতিঘর আদর্শ পাঠাগার' প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আলী রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মো. খোদাবক্স মাষ্টার। 

পরে অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে পাঠাগারের সদস্যবৃন্দ।