কালিয়াকৈরে স্পিনিং মিলের আগুনে দগ্ধ কর্মকর্তার মৃত্যু


গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুরে মালেক স্পিনিং নামে একটি সুতা তৈরির কারখানায় লাগা আগুনে দগ্ধ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সেই কর্মকর্তা মোতালেব হোসেন (৪৫) মারা গেছেন।
শনিবার মাঝরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সফিপুর এলাকার মালেক স্পিনিং মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ওই কারখানার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তা মোতালেব হোসেন টিনসেড একটি ঘরের চালের ওপর থেকে নিচে জলন্ত আগুনে পড়ে দগ্ধ হন। পরে কারখানার লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মূমূর্ষাবস্থায় মির্জাপুর কুমুদিনী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা আরো খারাপ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শনিবার মাঝরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে ওই স্পিনিং মিলের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।