নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ পিএম, রোববার, ১২ ডিসেম্বর ২০২১ | ৪৭৯

টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে এক যোগে ডিজিটাল বাংলাদেশ দিবসটি শুভ উদ্ভোধন করেন।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ইউএনও সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা মো. মতিন বিশ্বাস, নির্বাচন অফিসার মো. আরশেদ আলী প্রমুখ।

এসময় উপজেলা পরিষদে কর্মরত অফিসার ও কর্মচারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।