টাঙ্গাইলে হেরোইনসহ এক মাদক কারবারি আটক

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৫৬ পিএম, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ | ৪১৬

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত- উপজেলার উত্তর বেতডোবা এলাকার সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে হাদু (৩৫)। এসময় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন, নগদ ১ হাজার ৩০ টাকা, একটি মোবাইল, একটি সিমকার্ডসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ব্যক্তি কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধের কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।