নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

মির্জাপুরে বহিষ্কৃত মোবারক পেলেন দলীয় মনোনয়ন

 মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশিত: ০৭:২৯ পিএম, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ | ২৪৮৩

টাঙ্গাইলের মির্জাপুর ভাতগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বহিষ্কৃত মোবারক হোসেন সিদ্দিকীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৬ সালে ইউপি নির্বাচনে তিনি শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম কর্তৃক ২০১৬ সালের ২২ মে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

এদিকে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়া বহিষ্কৃত নেতাকে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাইদ মিয়া এবারও নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন আলম বলেন, গত ইউপি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মোবারক হোসেন সিদ্দিকী অবস্থান নিয়েছিলেন। এ জন্য দল থেকে তাকে বহিস্কার করা হয়। তিনি আবার এ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বিষয়টি আমাদের জন্য খুবই কষ্টকর। তিনি প্রধানমন্ত্রীর কাছে ভাতগ্রাম ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।  

গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী আবু সাইদ মিয়া বলেন, মোবারক হোসেন সিদ্দিকী দলীয় মনোনয়ন না পেয়ে আমার বিরুদ্ধে কাজ করেন। আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে আমিসহ নেতাকর্মীরা খুবই হতাশ। 

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, মোবারক হোসেন সিদ্দিকী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হয়েও গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ও বিপক্ষে কাজ করেনি। তবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো। প্রধানমন্ত্রী তাকে ক্ষমা করেছেন বলে তিনি জানান।