ঘাটাইল পৌরসভায় জয়ী স্বতন্ত্রপ্রার্থী


টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খানের ভরাডুরি হয়েছে।
তিনি তিনজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মধ্যে হয়েছেন তৃতীয়। এ পৌরসভায় নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় ভোটগ্রহণ হয়। রাতে উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ৬ হাজার ৬০৮ ভোট পেয়ে আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগ প্রতীকের আরেক স্বতন্ত্রপ্রার্থী মঞ্জুরুল হক মুঞ্জু ৪ হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় আর ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে তৃতীয়স্থানে আছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র শহীদুজ্জামান খান। নৌকা প্রার্থীর চেয়ে এই পৌরসভায় নির্বাচিত প্রার্থী ২ হাজার ২৮৫ ভোট বেশি পেয়েছেন।