মির্জাপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৪ পিএম, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ | ৭৭৭

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
আলোচনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, জেলাবিএনপিনেতা ফিরোজ হায়দার খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, আব্দুল কাদের শিকদার, এডভোকেট আব্দুর রউফ, শফিকুল ইসলাম ফরিদ, মহিলা দল নেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না, ছাত্রদল নেতা ফরিদ মিয়া, আরিফুজ্জামান শাহিন প্রমুখ।

পরে এক মিলাদ মাহফিলের মাধ্যমে জিয়াউর রহমানের আতœার শান্তিকামনা, খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।