টাঙ্গাইলে রেলওয়ে কর্মচারীকে লাঞ্ছিত করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন
 
												 
																			জয়দেবপুর প্রকৌশলের উপ বিভাগের '৩ জেজে' এর ভারপ্রাপ্ত মেট জুলফিকার হোসেনকে জি,আর,পি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর শারিরীক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এসময় বাংলাদেশ রেলওয়ের শ্রমিক লীগ টাঙ্গাইল শাখা ও প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, গত (২৬ অক্টোবর) সকালে জুলফিকার তার কর্মস্থলে থাকা অবস্থায় জি,আর,পি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর সেখানে এসে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে বলে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। কিন্তু মানুষ মারা না যাওয়ায় তিনি স্বাক্ষর দিতে রাজি হয়নি। পরে ওই পুলিশ সদস্য জুলফিকারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্তের দাবি জানান তারা।
								 
                         
 
            