টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ টিকাদান কর্মসূচী


সারা দেশের মতো টাঙ্গাইলে আজ দ্বিতীয় দিনের মতো চলছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান কর্মসূচী। জেলার মোট ৪২৮টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। প্রান্তিক পর্যায়ে টিকা প্রাপ্তি সহজলভ্য করতে এ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এমন তথ্য জানালেন জেলা সিভিল সার্জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা, আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন জানান, গতকাল শনিবার থেকে এ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। জেলার ৪২৮টি কমিউনিটি ক্লিনিক কেন্দের প্রতিটিতে ৫০০ জনকে বিশেষ টিকাদান কর্মসূচীর আওতায় টিকা দেয়া হবে। জেলায় মোট ২ লক্ষ ১৪ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। গ্রামের মানুষ যাতে নির্বিঘেœ টিকা নিতে পারে সে কারনে এ বিশেষ টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আর বাড়ির কাছে টিকা পেয়ে সন্তষ্টির কথা জানালেন টিকা গ্রহীতারা। তারা বলেন জেলা শহরে গিয়ে টিকা নিতে গেলে অর্থ এবং সময় দুটির অপচয় হয়।