টাঙ্গাইলে পেট্রোল পাম্প এসোসিয়েশনের সাধারণ সভা

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৪:১০ পিএম, শনিবার, ৬ নভেম্বর ২০২১ | ৪৬৯

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলেঙ্গা রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমেদ চৌধুরী। জেলা শাখার সভাপতি এস.এম বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, যুগ্মমহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ তপন প্রমুখ। 

সভায় টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার প্রতিনিধিরা অংশ নেয়।

বক্তারা জ¦ালানী তেলের দাম বৃদ্ধির পাশাপাশি তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছেন। এছাড়াও লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে সরকারি দপ্তরে ঘুষ বন্ধের দাবি জানান বক্তারা।