টাঙ্গাইলে বন্ধন ৮৯ এর পুনর্মিলনী

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৩০ পিএম, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ | ৪৮১

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ১ম ব্যাচের ১৯৮৯-১৯৯১ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । 

শুক্রবার ৫ ( নভেম্বর) মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের কলেজ প্রাঙ্গনে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক , কুমুদিনি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক  ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক ছাত্র  মো: আবদুল্লাহ দেওয়ান ,সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (ব্র্যাক) ও সাবেক ছাত্র মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের মো: খালেকুজ্জামান । 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর ৫ - আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন । উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর । 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  সদরের উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী , জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম , টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,   সদরের ভাইস চেয়ারম্যান শামীম আক্তার প্রমুখ । 

বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আব্দুর রহমান , সরকারী এম এম আলী কলেজর প্রক্তন অধ্যক্ষ মো: নুরুল ইসলাম , মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো: আমিনুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সাইদুর রহমান সুইট ,রামপ্রসাদ সূত্রধর ,সার্বিক সহযোগিতায় ছিলেন  সুমী দত্র , উৎপল কুমার চক্রবর্তী এম এ হামিদ ,রশিদুল ইসলাম খান , মো: ইদ্রিস আলী , নাসির উদ্দিন গিয়াস উদ্দিন প্রমুখ ।  

অনুষ্ঠান  ক্রেষ্ট প্রদান করা হয় ,শেষে র‌্যাফেল ড্র করা হয় ।  ওয়ালটনের সৌজন্যে  অনুষ্ঠানটি করা হয় ।