কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, বুধবার, ৩ নভেম্বর ২০২১ | ৪১২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন দাবিতে ওই কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। শ্রমিকদের কর্মবিরতির কারণে ওই কারখানার ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। মূলত এই শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদেই শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে কারখানার মূল ফটকে ৮৫ জনের নাম ও ছবিসহ শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিশ দেখতে পান।

কারখানার সামনে এমন নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে যায় এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কারখানার এক শ্রমিক জানান, গত কয়েকদিন আগে কোন কারণ ছাড়াই একজন ইনচার্জকে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেছেন। আকার নেয় চাকরির উত্তর বিষয়টি জানার জন্য শ্রমিকরা আন্দোলন করেছে। আর এই আন্দোলনের কারণেই ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

কারখানার ব্যবস্থাপক মো. বদরুজ্জামান বলেন, আমরা আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চালাচ্ছি।

শিল্প পুলিশের পরিদর্শক ফরহাদ আব্বাস বলেন, শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন করেছে। এসময় শ্রমিকদের শান্ত করতে গেলে তারা ইটপাটকেল ছুড়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।