টাঙ্গাইলে

আলী আকবর স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ | ৪৪৭

ভাসানী অনুসারী পরিষদ টাঙ্গাইলের সহ-সভাপতি আলী আকবর এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মো. আ. হামিদের সভাপত্বে ১৭ জানুয়ারি বিকেলে সাধারণ গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বুলবুল খান মাহবুব, আতোয়ার রহমান, সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, আলী আকবর এর ছেলে মো. সোহেল প্রমুখ।

ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েত আলী খানশুর শোভা’র সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আ. কাদের।উল্লেখ্য. গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার আলী আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।