মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে টাঙ্গাইলে মানববন্ধন

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, রোববার, ১৭ অক্টোবর ২০২১ | ৭৫৯

মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)।

রোববার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় শহরের ভিক্টোরিয়া রোডে টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহাসচিব হাজবুল আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সমীর বসাক প্রমুখ।

নেতা কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে সংগঠিত সকল অপরাধ দমনে আইনশৃংঙ্খলা বাহিনী ও সরকারকে সহায়তা করার আশ্বাস দেন। এছাড়াও মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন শক্তিতে রূপান্তরিত করার দাবি জানান। গ্রাহক সেবার মান নিশ্চিতসহ হারানো মোবাইল উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাসও দেন নেতাকর্মীরা।