কালিয়াকৈরে বিভিন্ন আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৩৯৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন গাজীপুরের কালিয়াকৈরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আনন্দ র‌্যালি, গাছের চারা বিতরণ, কেক কেটা, দোয়া ও আলোচনা সভাসহ নানা আয়োজন।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাসটার্মিনালে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশীদ ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,উপজেলা আওয়ামীলীগের সাবক ভারপ্রপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান শরিফ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন, সুত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সহ স্থাণীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল নয়টায় উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চারাগাছ বিতরণ, দোয়া মাহফিল, আনন্দ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এম এ আলীম সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক কে এম ইব্রাহীম খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া শেষে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়।

আপরদিকে চান্দরাস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মাননীয় প্রধান মন্ত্রীর ৭৫ তম শুভ জন্মদিন পালন করা হয়।