মাভাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩:২৫ পিএম, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৩৩৫

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মঙ্গলবার বেলা ১২ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা হয়।

কাম ফর রোড চাইল্ড (সি আর সি) এর তত্ত্বাবধানে শিক্ষা সুবিধা প্রাপ্ত শিশুরা এতে অংশ গ্রহণ করে এবং শিশুদের মাধ্যমে কেকে কেটে উপস্থিতির মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ, এস, এম সাইফুল্লাহ, অধ্যাপক ড. মোঃ মাসুদার রহমান, অধ্যাপক ড. পিনাকী দে, অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক ড. শামীম আল মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। পরিশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।