মাভাবিপ্রবি বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট নাজমুল ইসলাম

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ পিএম, রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৬৭৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল ইসলামকে নিয়োগ করা হয়েছে। 

শনিবার ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ পত্রে মোঃ নাজমুল ইসলামকে ১ (এক) বছরের জন্য নিয়োগ করা হয়।

রবিবার বেলা ১২ টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ছাত্রলীগ নেতা মানিক শীল ও রবিউল ইসলাম রবিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ নাজমুল ইসলাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ পরিবারের সন্তান।