বিভিন্ন বিভাগে ১ হাজার ২৪৭ ডেঙ্গুরোগী হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ২৪৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ৪৭ জন। বিভিন্ন বিভাগে ২০০ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এমআইএস) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫২ জন।
সারা দেশে গত জানুয়ারি থেকে ১৫ হাজার ৬৫ জন ডেঙ্গুজনিত রোগে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৫৭ জন।
