টাঙ্গাইলে ইউথ চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ পিএম, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | ৩৮৪

টাঙ্গাইলে ইউথ চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের বাইলাপুর গ্রামে প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- ইউথ চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি নাহিয়ান বর্ষণ, হাবিব রহমান, সাকিব হোসেন সিমন, সাইদুল মিরন, মির্জা ইফতি, স্বাধীন সিদ্দিকী, নাজিল প্রমুখ।