আফগানিস্তানে চীনের ৩১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ | ১৯৩

তালেবান সরকার গঠনের পর বড় ধরণের সহায়তার ঘোষণা দিয়েছে চীন।

খাদ্য ও করোনার টিকাসহ জরুরি সহায়তার অংশ হিসাবে ৩১ মিলিয়ন ডলার দেবে বেইজিং। বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের পাশে দাঁড়াতেই চীনের এই উদ্যোগ।

গতকাল এ বিষয়ে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উই সহায়তার এ পরিমাণ ঘোষণা করেন। বলেন, এর বাইরেও করোনা প্রতিরোধের জন্য ৩ মিলিয়ন টিকা সরবরাহ করবে চীন। বৈঠকে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। এসময় এসব দেশকেও আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহবান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এরআগে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, চীন তাদের সবচেয়ে বড় সহযোগী। গত সপ্তাহে আফগানিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে তালেবান সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেন, সরকারের গ্রহণযোগ্যতা পেতে তালেবানদের বহু পথ পাড়ি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নও তালেবান সরকারকে অংশ্রহণমূলক নয়, এমন মন্তব্য করে।  এর মাঝেই চীনের এই ঘোষণা তালেবান সরকারের জন্য স্বস্তির বলে মনে করছেন বিশ্লেষকরা।