নাগরপুরে সেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯ পিএম, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | ৬৭৭

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা সেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর নিজ বাস ভবনে উপজেলা সেচ্ছাসেবকদল এ কর্মী সমাবেশের আয়োজন করেন।

উপজেলা সেচ্ছাসেবকদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেম মানিকের পরিচলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় টিম  প্রধান ও সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একে এম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগ) সহ-সভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার, সহ-সাধারন সম্পাদক খন্দকার জুলফিকার জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফ ফেরদৌস, মো. বেলাল উদ্দিন আহেম্মদ, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মো. তারেকুল ইসলাম খান ঝলক, সাধারন সম্পাদক  আব্দুর রৌফ, সহ সভাপতি মো. আল মামুন,  শফিকুল ইসলাম শফিক, এস এম আলমগীর হোসেন প্রমুখ।

কর্মী সমাবেশে  আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী, উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এম সালাম, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি।

সেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশে উপজেলার ১২ টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।