নাইজেরিয়ায় ফের ৭৩ শিক্ষার্থী অপহরণ


নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে বন্দুকধারীরা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটছে সেখানে। বুধবার আবারও ৭৩ শিক্ষার্থী অপহরণের শিকার হলো। খবর আল জাজিরার।
তিনি আরও জানান, পুলিশের একটি দল সামরিক বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে গত ডিসেম্বর পর্যন্ত এক হাজারের বেশি শিক্ষার্থী অপহৃত হয়। বন্দুকধারীরা তাদের বাবা মার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণও দাবি করে। অনেককে মুক্তি দিলেও কিছু শিক্ষার্থী নিহত হয় তাদের হাতে।