টাঙ্গাইলে করোনায় একদিনে আক্রান্ত ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫ এএম, রোববার, ২৯ আগস্ট ২০২১ | ৬৭৭

টাঙ্গাইল গত একদিনে ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৪জন, ঘাটাইলে ৬ জন, দেলদুয়ারে ৩ জন, কালিহাতী ও সখীপুরে ২ জন করে, গোপালপুর ও মধুপুরে একজন করে রয়েছেন।

আক্রান্তের হার শতকরা ০৯.৭৬ ভাগ। গতকাল রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৬৩৩১ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজনও মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছেন মোট ২৫২জন। আরোগ্য লাভ করেছেন ১১২৯৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫০৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২৪৮৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।