শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে জানা যাবে শিগগিরই

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, সোমবার, ২৩ আগস্ট ২০২১ | ৩৬৭

বেশ কিছুদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ৫০০ দিন পেরিয়েছে। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এরপর একাধিক বার খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় বন্ধই রাখা হয়। এ বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় কার্যসূচি ঠিক করেছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে সচিব সভায় নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আজও সাথে কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছে কবে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। যতদ্রুত সম্ভব তারাই সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিস্তারিত জানাবে।

বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয় থেকে মন্ত্রীপরিষদ সদস্যরা যুক্ত হন।

গতবছর ৮ মার্চ দেশে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ১৭ মার্চ। পরদিন করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে । এরপর নানা সময়ে লকডাউন, আংশিক লকডাউন, বিধিনিষেধের আওতায় পাবলিক প্লেসে চলাচলের সুুযোগ দেয়া হয়েছে। শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়েছে গণপরিবহণ এবং বিপণি বিতান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই রয়েছে ।