টাঙ্গাইলে হেরোইন ও অস্ত্রসহ দুইজন গ্রেফতার

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ১১:১৩ এএম, শনিবার, ২১ আগস্ট ২০২১ | ৪৪১

টাঙ্গাইলে ৩টি দেশীয় অস্ত্র ও ৬ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২১ আগস্ট) দিবাগত রাত ও সকালে অভিযান চালিয়ে বাসাইল উপজেলার আইসড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

৩টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার মো. তোফাজ্জল শিকদার (৫৬) উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে। ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মোঃ ময়নাল হোসেন ওরফে মেম্বার (২৮) একই গ্রামের মৃত. নয়া মিয়ার ছেলে। 
র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেসবিজ্ঞপ্তির তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল আর ১টি ছোড়াসহ আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে মো. তোফাজ্জল শিকদার (৫৬) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় মামলা দায়ের করে র‌্যাব। সকাল ৭টার দিকে আইসড়া গ্রামে পৃথক আরও একটি অভিযান চালিয়ে ৬ (ছয়) গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মৃত. নয়া মিয়ার ছেলে মো. ময়নাল হোসেন ওরফে মেম্বার (২৮)কে গ্রেফতার করা হয়।

ময়নাল হোসেন ওরফে মেম্বারের বিরুদ্ধে বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মামলা দায়ের করাসহ দুই আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।