টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪


টাঙ্গাইলে করোনা ও করোনা উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে এ সময়ে জেলায় ১৪৪ জন করোনভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮২৯ টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৭৭৬ জন। এ ছাড়াও ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৪০ জনের মৃত্যু হলো। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭০ জন। আগস্টের ১৭ দিনে টাঙ্গাইলে ২ হাজার ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৮ জন।
জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। গত জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণের হার ছিল অনেক বেশি। জুলাই মাসে ৬ হাজার ৩০ জন করোনায় আক্রান্ত হন, যা মোট আক্রান্তের ৪৩ দশমিক ৯০ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার প্রথম মৃত্যু হয় গত বছরের ২০ এপ্রিল। ৩১ জুলাই মোট মৃতের সংখ্যা ২১৩।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন, উপসর্গ নিয়ে ২৭ জন ও আইসিইউতে ৫ জন রোগি ভর্তি রয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল সদর উপজেলায় দুই জন, কালিহাতী ও মধুপুরে একজন করে মৃত্যুবরণ করেছে। এ ছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।