টাঙ্গাইলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৩১ পিএম, সোমবার, ১৬ আগস্ট ২০২১ | ৫৭৯

টাঙ্গাইলের কালিহাতীতে ছাপড়া ঘরের পাঁইড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী একই এলাকার পুণ্য দাসের মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি (১৫)।

কিশোরীর বাবা পুণ্য দাস জানান, মেয়েটিকে শিশুকাল থেকে তার ছোট খালা লালন পালন করতো। সকালে কিস্তি দিয়ে হাঁস পুকুরে দিতে যায়, আসতে দেরি হওয়ায় খোঁজ করতে থাকি। প্রতিবেশী এক বাচ্চা তাকে পাশের একটি ফাঁকা বাঁড়ির ছাপড়া ঘরের বাহিরের দিকে পাঁইড়ের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে খবর দেয়। আমার শ্বাশুরি গিয়ে আহাজারি করে চিৎকার করলে সবাই গিয়ে তাকে নামিয়ে বাড়িতে আনতে আনতেই মারা যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যাই মনে হচ্ছে, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।