নাগরপুরে ২ লক্ষ ১১ হাজার টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনাবাড়ীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে। রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী থেকে প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকার চায়না জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ, এএসআই আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। জব্দকৃত চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান অব্যাহত থাকবে।
