টাঙ্গাইলে ২৮ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, সোমবার, ২ আগস্ট ২০২১ | ৮৩১

পিকনিকের নৌকা থেকে পড়ে গত রোববার দুপুর দেড়টা থেকে নিখোঁজ যুবক মাহিন্দ্রা চালক শাহ আলম তালুকদারের (৩৩) লাশ ২৮ ঘণ্টা পর সোমবার (২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় টাঙ্গাইলের কালিহাতী সদরের মেঘাখালি সেতুর আধা কিলোমিটার দক্ষিণ-পূবে হরিপুর পশ্চিম পাড়ায় ঝিনাই নদীর বাঁকে লাশ ভেসে উঠে।

নিহত যুবক ঘাটাইল উপজেলার করিমপুর এলাকার মৃত কুরবান তালুকদারের ছেলে। 
স্থানীয়রা জানায়, হরিপুর পশ্চিম পাড়ার স্থানীয় লোকজন সোমবার বিকেল সাড়ে পাঁচটায় একটি লাশ ভেসে উঠতে দেখেন। পরে মেঘাখালি সেতুর পাঁড়ে দুপুর থেকে অপেক্ষারত স্বজনদের খবর দিলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে স্বজনেরা। পরে স্বজনেরা মরদেহটি নিয়ে নৌকা যোগে ঘাটাইলের করিমপুরে চলে যায়। 

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পরিবারের লোকজন আবেগ প্রবণ হয়ে পুলিশকে না জানিয়েই মরদেহটি নিয়ে চলে যায়। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।