মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর মুর‌্যালে নবগঠিত বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, সোমবার, ২ আগস্ট ২০২১ | ৫৯০

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে নবগঠিত বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক নাজমুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মকর্তাবৃন্দ, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।