টাঙ্গাইলে চলছে ‘সর্বাত্মক লকডাউন’

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:১২ পিএম, সোমবার, ২৬ জুলাই ২০২১ | ১৪৩৫
টাঙ্গাইলে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিন । সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ অবস্থান করছেন। জরুরী প্রয়োজনীয় যানবাহনগুলো হাঠৎ হঠাৎ চোখে পড়ছে। অনেক মানুষ অটোরিক্সায় বা পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। লকডাউন পালনে মাঠে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে চালনো হচ্ছে প্রচারণা। স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহবান জনানো হচ্ছে।

এদিকে, এ জেলায় জরুরী প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকলেও আবার অনেক দোকানপাট বন্ধ রয়েছে।
 
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিকদের টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গণি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । কোন প্রকার সাধারণ মানুষ বের হতে পারবে না । বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।