রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার দাফন সম্পন্ন 

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:০১ পিএম, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ৪৭৪
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কুকুরিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। 
 
১২ জুলাই সোমবার মধ্যরাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
১৩ ই জুলাই মঙ্গলবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায়  গার্ড অব অনার প্রদান করে দাফন সম্পন্ন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম টাঙ্গাইল সদর থানার এসআই নজরুল ইসলাম এলাকার অন্যান্য মুক্তিযোদ্ধা,আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
 
 
 
 
2 Attachments