টাঙ্গাইলে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:৪১ পিএম, রোববার, ১১ জুলাই ২০২১ | ৩৩৮

টাঙ্গাইলে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম হল রুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। 

যমুনা গ্রুপের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবী নুরুল ইসলাম তার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। তিনি দৈনিক যুগান্তরের মতো পাঠক প্রিয় জাতীয় সংবাদ পত্র প্রতিষ্ঠা করে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। তার রেখে যাওয়া প্রতিষ্ঠান গুলোর সফলতা কামনা করে আত্মার মাগফেরাত কামনা করি। এছাড়াও নুরুল ইসলামের জীবন ও উন্নয়ন কর্মকান্ড গুলো জনগনের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাসুম ফেরদৌস।