টাঙ্গাইলে করোনায় মোট মৃত্যু ১৪৬ জন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ | ৪২২

টাঙ্গাইলে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে ।  দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যু । আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে । এ নিয়ে জেলা মোট মৃত্যুর সংখ্যা ১৪৬ জন । বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন ।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায় বুধবার (৭ জুলাই) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত টাঙ্গাইলে ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় । আজ  আক্রান্তেÍর হার ৩৯ দশমিক ৫১ শতাংশ । জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন । 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান করোনাভাইরাস দিন দিন বাড়ছে । করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার কোন বিকল্প নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি ।