টাঙ্গাইলে বিপিসিএলের পক্ষ থেকে ৪ টি হাইফ্লো নাস্যাল ক্যানুলা প্রদান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫২ পিএম, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | ৩৭৩

বিসিপিসিএল এর পক্ষ থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চারটি হাইফ্লো নাস্যাল ক্যানুলা দিয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে ‘ হাইফ্লো নাস্যাল ক্যানুলার অভাব, টাঙ্গাইল হাসপাতালে ১১ জনের মৃত্যু’ এর শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিসিপিএল এর চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের নজরে আসে। চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস বিসিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলমকে টাঙ্গাইলে চারটি হাইফ্লো নাস্যার ক্যানুলা দেয়ার নির্দেশ দেন।  

জেলা প্রশাসকের কক্ষে হাইফ্লো নাস্যার ক্যানুলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিসিপিসিএলের ইঞ্জিনিয়ার অ্যাসিসটেন্ট শাকিল মাহ্মুদ প্রমুখ।

এছাড়াও এই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাইফ্লো নাস্যাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এসব চিকিৎসা সামগ্রী করোনা রোগিদের সেবাদানে অনেক উপকারে আসবে বলে জানিয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক বিসিপিসিএল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।