ঘাটাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। এসময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্বার করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার মমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জেলার মধুপুর উপজেলার বোয়ালি আদালত পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা (যার মূল্য আনুমানিক ৯৯ হাজার টাকা), একটি মোটরসাইকেল, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক লাখ ৬৯ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।