টাঙ্গাইলে করোনায় নয় জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:২০ পিএম, শনিবার, ৩ জুলাই ২০২১ | ৫৮৮

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১২১ জন মারা গেলেন। শনিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন। এর আগে গতকাল শুক্রবার করোনা ও এর উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়। 

আরএমও শফিকুল ইসলাম সজিব বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫জন ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউ ওয়ার্ডে পাঁচজন, করোনা ইউনিটে ৩৮ জন ও আইসোলেশনে ৬২জন চিকিৎসাধীন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের।