টাঙ্গাইলে ইয়াবসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:০১ এএম, শুক্রবার, ২ জুলাই ২০২১ | ৪৬৩
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ রুবেল ফকির (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
শুক্রবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরহামজানি গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত- রুবেল ফকির উপজেলার সল্লা খামার পাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। এসময় ৩০০ পিস ইয়াবাসহ যার (আনুমানিক মূল্য ৯০,০০০) টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। 
 
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ করে।
 
তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।