নাটোরে ১৫ মাদকসেবী আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০ পিএম, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | ৯০৭

নাটোরে ১৫ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নাটোর সদর থানার একডালা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরে রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্ট করা হলে তাদের পজেটিভ রিপোর্ট আসে।

পরে ১৫ মাদকসেবীর বিরুদ্ধে বৃহস্পতিবার নাটোর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর শহর ও সদর উপজেলার বিভিন্ন মহল্লার এসব আটকৃতরা হলেন, রফিকুল প্রাং, সাইদ প্রাং, অন্তর হোসেন, মেহেদী হাসান, আজিম, আমিরুল ইসলাম, সোব্বির হোসেন সুইট, সুজন আলী, জারজিস ইসলাম, সাহেল রানা (০১), সোহেল রানা (০২), জাকির হোসেন, কামাল হোসেন, আহসান উল্লাহ ও মোস্তফা কামাল । আটকের সময় তাদের নিকট থেকে মদ ও গাজা জব্দ করা হয়েছে।