টাঙ্গাইলে লাউজানা মৌজায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ | ১০৫৭
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের লাউজানা মৌজায় ৯০ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। 
 
শুক্রবার ২৫ জুন  টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার সন্নিকটে অবস্থিত লাউজানা মৌজায় ১ নং খাস খতিয়ান ভুক্ত এই ৯০ শতাংশ জমি  প্রভাবশালীদের অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। এই ৯০ শতাংশ, জমির আনুমানিক মুল্য ৪ কোটি টাকা। 
 
অবৈধ দখল থেকে মুক্ত করার পর সেখানে  ভূমিহীন ও গৃহহীন দের জন্য ঘর নির্মাণের জন্য  নির্মাণ সামগ্রী নেয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার  (ভূমি) মোঃ খায়রুল ইসলাম।  সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।