কঠোর বিধি নিষেধের ৩য় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। কঠোর বিধিনিষেধ এর তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এবং মোটরসাইকেল আরোহীসহ সাত জনকে সর্বমোট দুই হাজার সাতশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৪ জুন, বৃহস্পতিবার দুপুরে , টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে, পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।