মির্জাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১ এএম, বুধবার, ২৩ জুন ২০২১ | ৫১৭

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও কেক কাটা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল দশটায় কলেজ রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সহসভাপতি আব্বাস বিন হাকিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল ও মাজহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক জহিরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আলম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল মোমেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ।