আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন


আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সফরসঙ্গীর সন্ধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
বৃহস্পতিবার (১৭ জুন) ঘন্টাব্যাপী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সচেতন ছাত্র ও যুবসমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার তিন সফরসঙ্গী নিখোঁজ রয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হয়, কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু এতোদিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে টাঙ্গাইলসহ সারাদেশে গণআন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।