টাঙ্গাইলে বেড়েই চলেছে করোনার সংক্রমন, নতুন আক্রান্ত ৮৫ জন

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৩০ পিএম, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | ৫৯৯

টাঙ্গাইলে ক্রমশ্যই বাড়ছে করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায়ই আক্রান্ত ৫৬জন। এ উপজেলাই করোনায় আক্রান্তের হার ৪১.১৭%। এছাড়া কালিহাতী ১২, দেলদুয়ারে ৬, মির্জাপুরে ৪, সখিপুর ৩, নাগরপুর, ঘাটাইল, মধুপুর আর ধনবাড়িতে রয়েছেন ১জন করে।

মঙ্গলবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৭১টি স্যাম্পল পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৫জন। এনিয়ে জেলায় সর্ব মোট আক্রান্ত ৫৬১৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৫ জন বলেও জানান তিনি।

অপরদিকে গত এক সপ্তাহ ধরে টাঙ্গাইলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে টাঙ্গাইলকে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী শনিবার থেকে জেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তিন উপজেলা টাঙ্গাইল সদর, কালিহাতী এবং মির্জাপুরে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।