মির্জাপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, রোববার, ১৩ আগস্ট ২০১৭ | ৫১৭


“পুলিশই জনতা, জনতাই পুলিশ” কমিউনিটি পুলিশের এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করেন, মির্জাপুর থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটি। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ অনুষ্ঠানটি হয়।
শুরুতেই পবিত্র ধর্ম গ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সহকারী-পুলিশ সুপার মির্জাপুর (সার্কেল) মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুব আলম, পিপিএম, পুলিশ সুপার টাঙ্গাইল।

এ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মোঃ মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ মির্জাপুর থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন। , উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন,জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আনিসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মোঃ শরিফুল হক অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) টাঙ্গাইল, সালাহ্ উদ্দিন আহমেদ (অধ্যক্ষ) মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ, সরকার হিতেশ চন্দ্র পুলক (সাবেক) ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,  বিশ্বাস দূর্লভ চন্দ্র(সাবেক) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, গোলাম ফারুক সিদ্দিকী সভাপতি মির্জাপুর বাজার বণিক সমিতি প্রমুখ।


সে সময় মির্জাপুর থানা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহবুব আলম তার বক্তব্যে বলেন, জেলার মধ্যে যতোগুলো সম্মেলন করেছি সবচেয়ে উৎসাহী মানুষ দেখছি মির্জাপুরে। আজ এতো মানুষ হয়েছে যে, এতো বড় একটি মিলনায়তন সেখানেও জায়গা হয়না। তিনি সকলকে ধন্যবাদ জানায় ও মাদকের বিরুদ্ধে সকলকে সো”চার হতে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন উপস্থিত সকলকে বলেন, আমরা আজ ৩টি বিষয়ের উপর ‘না’ বলব। প্রথমত বাল্য বিয়ে, দ্বিতীয়ত মাদক ও তৃতীয়ত ইফটিজিং। উল্লেখিত এ ৩টি বিষয় বর্জন করতে পারলে সমাজের অবৈধ কাজ থেমে যাবে। একটি সুন্দর সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তব্যের পর কমিউনিটি পুলিশিং সম্মেলনের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।