মির্জাপুরে মাস্ক ব্যবহার না করায় ৮ জনের জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, সোমবার, ১৪ জুন ২০২১ | ৩৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক ব্যবহার না করায় ৮ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিনা কারণে জনসাধারণকে বাইরে চলাফেরায় নিরোৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দেয়া হচ্ছে। তারা মাস্কও ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি মানছেন না। এজন্য মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় ৮ পথচারীকে একশ টাকা করে ৮শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।  

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানিয়েছেন