নাগরপুরে জাতীয় পুষ্টি দিবসে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ এএম, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | ৪২১

“খাদ্যার কথা ভাবলে পুষ্টি কথা ভাবুন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি দিবস ২০২১ উপলক্ষে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, হাফ কেজি ডাউল ও হাফ কেজি  তৈল দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।