দেশে আজ ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৬৯৭ জন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পিএম, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ৪৯৮

নভেল করোনাভাইরাসের সংক্রমণে আজ দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল ) সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে। একই সময়ে আরো  ২ হাজার ৬৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জনে।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৫০ টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৭১ টি নমুনা পরীক্ষা করা হয়।

মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৫ জন নারী। তাদের মধ্যে ৫৩ জন সরকারি হাসপাতালে, ২৮ জন বেসরকারি এবং দুজন বাসায় মারা গেছেন। মৃতদের বয়স বিবেচনায় ৫৬ জন ষাটোর্ধ্ব ছিলেন। বাকিদের মধ্যে ১৭ জনের বয়স ৫১-৬০ বছর, পাঁচজন করে ৪১-৫০ ও ৩১-৪০ বছরের ছিল। তাদের মধ্যে ৫২ জন ঢাকা বিভাগের, ১৩৮ জন চট্টগ্রাম, তিনজন করে ৯ জন রাজশাহী, সিলেট ও রংপুর , খুলনা বিভাগের ৫ জন এবং চার জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। আজ পর্যন্ত দেশে ১০ হাজার ৯৫২ জন করোনা রোগীর মধ্যে ৮ হাজার ৬৮ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৪ জন নারী।

গত বছরের মার্চে দেশে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানানো হয়। এরপর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। পরে সংক্রমণ নিম্নমুখী হলেও নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বৃদ্ধি পায়। সর্বশেষ চলতি বছরের মার্চে সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের সংক্রমণের তীব্রতা খুব বেশি। বর্তমান পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১৯ দিন পর মৃত্যুর খবর জানায় সরকার। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশ ৩৩তম এবং মৃতের সংখ্যায় ৩৭তম অবস্থানে রয়েছে।