টাঙ্গাইলে নতুন করে ১৯জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষায় ১৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১০ জন, কালিহাতী, ঘাটাইলে ও মধুপুরে দুইজন করে, দেলদুয়ার, সখীপুর ও ধনবাড়িতে একজন করে রয়েছেন।
এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৬২৮জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭০জন। আরোগ্য লাভ করেছেন ৪০০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০২ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৭৭৫ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।